নিউজ ডেস্কঃ
বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে কুড়িগ্রামে ১ হাজার ১শ তালের বীজ রোপনের কর্মসূচী গ্রহন করেছে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন অরণ্য। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় কুড়িগ্রাম সার্কিট হাউজ সড়কে এই কর্মসূচী উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন।
এ সময় সার্কিট হাউজ সড়কে ৫০টি তালের বীজ এবং ১টি বকুল চারা রোপন করা হয়। এছাড়াও জেলার ভূরুঙ্গামারী উপজেলা শহরে শেখ রাসেল শিশু পার্ক সড়কের দু’পাশে ১শটি এবং রাজারহাট উপজেলায় ১শটি বীজ রোপন করা হয়। সংগঠনের কর্মীরা জানান, বিভিন্ন সংগঠনের সহযোগিতায় পর্যায়ক্রমে কুড়িগ্রাম জেলায় ১ হাজার ১শ তালের বীজ রোপন করা হবে।
কর্মসূচী উদ্বোধনের সময় কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন ছাড়াও উপস্থিত ছিলেন জেলা আদর্শ নার্সারীর প্রতিষ্ঠাতা পরিচালক মো. মুনছুর আলী, অরণ্যের সাধারণ সম্পাদক জরীফ উদ্দীন, সহ. সাধারণ সম্পাদক তীর্থঙ্কর, সাংস্কৃতিক সম্পাদক শাহিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সোহানুর রহমান ছাড়াও অরণ্যের মীর্জা জালাল, সুমন বসুনিয়া, দিপ্ত, বায়জীদ, রনি ও প্রথম আলো বন্ধুসভার সাধারন সম্পাদক জাহানুর রহমান।
সাধারণ সম্পাদক জরীফ উদ্দীন বলেন, গত বছর থেকে চলতি সময় জেলায় বজ্রপাতে মোট ১০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বজ্রপাত থেকে মানুষকে রক্ষা জন্য আমরা জেলায় বিভিন্ন সড়কের দুই পাশে ১ হাজার ১শ তালগাছের বীজ রোপন করা শুরু করেছি। আগামী সপ্তাহে শেষ হবে। তিনি আরও বলেন, অরণ্য ২০১৬ সাল থেকে বৃক্ষরোপনের উপর কাজ করছে। মুলতঃ শিক্ষার্থীদের নিয়ে এ সংগঠনের যাত্র শুরু। এ পর্যন্ত জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কে নানা জাতের মোট সাড়ে ৩ হাজার বৃক্ষ রোপন করা হয়েছে।