নিউজ ডেস্ক: সাফ ফুটবলে উদ্বোধীন দিনের দ্বিতীয় খেলায় ভুটানকে ২-০ তে হারিয়ে জয় পায় স্বাগতিক বাংলাদেশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যার পর ভুটানের বিপক্ষে মুখোমুখি হয় বাংলাদেশ।
তপু বর্মন করা গোলে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। খেলা শুরুর প্রথম ৩ মিনিটের মাথায় ভুটানের জালে বল জড়ায় বাংলাদেশ। ম্যাচ শুরুর প্রথম মিনিটেই কর্নার পায় বাংলাদেশ। কর্নার কিক নেওয়ার সময় ডি বক্সের মধ্যে সাদউদ্দিনকে ফাউল করেন ভুটানের থেরিং ধিরাজ। আর এতেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। যেখান থেকে তপু বর্মন সরাসরি ভুটানের জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে নিয়েছেন। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের শুরুতে (৪৭ মিনিটে) গোল করেন মাহাবুবুর রহমান সুফিল। ফলে সাফ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থাকে। এরপর ৫৬ মিনিটে একটি সুযোগ পায় বাংলাদেশ। সেই সুযোগটি হাত ছাঢ়া করেন জামাল ভূইয়া।