জাকির ইসলামঃ
শত কষ্ট আর যন্ত্রণার পরও শুধু নিষ্ঠা, সততা, একগ্রতা আর পরিশ্রমের পর জীবনে যে সফলতা আসে তার অন্যতম উদাহরণ উলিপুরের জয় কুমার রবিদাশ। পজেটিভ এবং দৃঢ় মনোভাব থাকলে সব প্রতিকূলতা ভেঙ্গে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, এই আত্ববিশ্বাস নিয়েই জয় কুমারের প্রতিদিনের পথচলা।
বুড়াবুড়ি ইউনিয়নের মন্ডলের হাট, সাদীর গ্রামের বাসিন্দা জয় কুমার রবিদাশ। জয় কুমার জানান, আমার অল্প বয়সে বাবা মারা যায়। তারপর থেকে হতাশা, কষ্টের দিন শুরু হয়। মা, দুই বোন ও একভাইকে নিয়ে অনেক টেনশনে পরে যাই। সবার ভবিষ্যতের কথা চিন্তা করে কাজে মনোযোগী হই, কষ্টকে শক্তিতে রুপান্তরিত করি। কামালখামার তেতুলতলা বাজারে ছোট পরিসরে একটি দোকান ভাড়া নিয়ে নাপিত এর কাজ শুরু করি। কাজ করে যা আয় হয় তার সম্পূর্ণটাই সাংসারিক কাজে ব্যয় করে, বাকি যা থাকে লেখাপড়ায় খরচ করি।
জয় কুমার রবিদাশের জীবনযাপন অনেক সাধরণ। তার একটি অন্যতম গুন হলো চুল কাটার পর মানুষ যা দেয় তাতেই সে খুশি।
কাজের পাশাপাশি রবিদাশ লেখাপড়াও ভালোভাবেই চালিয়েছেন। মন্ডলের হাট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সালে বিজ্ঞান বিভাগ নিয়ে এস, এস, সি পাস করেন। এখন সে এইচ, এস, সি প্রথমবর্ষে পড়াশুনা করতেছে। তার একবোন ৭ম শ্রেণীতে পড়ে ও আর একবোন এখনো ছোট।
সব মিলিয়ে অভাব অনটনের মাঝেও জয় কুমার রবিদাশ ও তার পরিবার অনেক সুখী।