জরীফ উদ্দীনঃ
রংপুর তথা উত্তরবঙ্গসহ পশ্চিম বঙ্গের প্রাণের গান ভাওয়াইয়া। ভাওয়াইয়া গানকে জনপ্রিয় করতে নিজের জীবন যিনি বিলিয়ে দিয়েছেন এবং ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিনের পর ভাওয়াইয়ায় যিনি রেখেছেন অসামান্য অবদান তিনি প্রখ্যাত গীতিকার, কণ্ঠশিল্পী, বীরমুক্তিযোদ্ধা, ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিন। ১৯৯২ সালে ২২ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। আজ ৩১ আগস্ট শুক্রবার বিকাল তিন ঘটিকায় বংলাদেশ ভাওয়াইয়া একাডেমি, উলিপুর এর আয়োজনে একাডেমিতে শ্রদ্ধা ও স্মরণে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ২৬তম প্রয়াণ দিবস পালন করা হয়। কছিম উদ্দিনের বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় পরে আলোচনা সভা ও কছিম উদ্দিনের লেখা সঙ্গিত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পীরা।
বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির সদস্য বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী নজিমুল ইসলামের সভাপতিত্বে এবং একডেমির পরিচালক ভাওয়াইয়া ভাস্কর্য ভূপতি ভূষণ বর্মার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কছিম উদ্দিন পরিষদ, কুড়িগ্রামের সভাপতি মোঃ মাহাবুবুর রহমান মমিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কছিম উদ্দিনের জৈষ্ঠ্য পুত্র মোঃ গোলজার হোসেন।
এছাড়াও আরও বক্তব্য রাখেন একাডেমির মানবেন্দ্র রায়, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার, সুরকার ও দোতরা বাদক সত্যেন্দ্রনাথ রায়, উলিপুর ডট কমের সহ. সম্পাদক জরীফ উদ্দীন, একাডেমির ক্রীড়া সম্পাদক জীবনপাল, বাংলাদেশ বেতারের গীতিকার নিরঞ্জন চন্দ্র বর্মন, রাখাল চন্দ্র বর্মন প্রমুখ।