এ.এস.জুয়েল:
অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় শিরোপা জয় হলো না বাংলাদেশের। শনিবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ। অথচ গতবার এই ভারতকেই ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ম্যাচের প্রথামার্ধ শেষ হয়েছিল গোলশূন্য সমতায়।ম্যাচের ৬৬তম মিনিটে সুনিতা মুন্ডার কর্নার কিকে গোল পায় ভারত। এতেই ১-০ গোলে এগিয়ে যায় দেশটি। এই ম্যাচে এটাই প্রথম ও শেষ গোল। ফলে এ গোলেই ভাগ্য নির্ধারিত হয়ে যায় বাংলাদেশের।
গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল সাফ অনূর্ধ্ব-১৫ মেয়েদের চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। ওই আসরে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। লিগ পর্বে নেপালকে ৬-০, ভুটানকে ৩-০ ও ভারতে ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ।