ক্রীড়া ডেস্ক: পাকিস্তান ও নেপালকে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে নিজেদের শক্তির জানান দিয়েছিল বাংলাদেশ। সেটা গতকালও দেখালেন মারিয়া মান্ডারা। বলতে গেলে এ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ভুটানকে পাত্তাই দেয়নি গোলাম রব্বানীর শিষ্যরা। তাই ফাইনালে উঠতেও খুব একটা বেগও পেতে হয়নি লাল-সবুজ প্রতিনিধিদের।সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারও শিরোপা জিতে এ টুর্নামেন্টে নিজেদের আধিপত্য ধরে রাখতে চায় মেয়েরা। সেই লক্ষ্যে ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে মেয়েরা। লাল-সবুজদের জয়ে দুটি গোল করেন আনাই মোগিনি। একটি করে গোলের দেখা পেয়েছেন মারিয়া মান্ডা, তহুরা ও শাহেদা আক্তার রিপা।
এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে নেপালের বিপক্ষে জিতেছিল লাল-সবুজের মেয়েরা।
গতকাল ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচের ১৮তম মিনিটেই আনাই মোগিনির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কর্নার থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকেই শটে গোল করেন এ ফরোয়ার্ড। এদিকে ম্যাচের ৩৮তম মিনিটে আবার লাল-সবুজদের লিড ২-০ করেন সেই মোগিনি। এবার ডি বক্সের মধ্যে উড়ে আসা বলে ডান পায়ে জোরালো শট নেন অনুচিং মোগিনি। ৪৩ মিনিটে বাংলাদেশের লিড ৩-০ করেন তহুরা খাতুন। দ্বিতীয়ার্ধের ৬৯তম মিনিটে ব্যবধান ৪-০ করেন মারিয়া মান্ড। মাঝমাঠ থেকে একক প্রচেষ্ঠায় বল নিয়ে প্রতিপক্ষের ডি বক্সের মধ্যে জোরালো শট নেন তিনি। তাতে পরাস্ত হন স্বাগতিক গোলরক্ষক। একই সঙ্গে জয়ও প্রায় নিশ্চিত হয়ে যায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের। এদিকে ম্যাচের ৮৬তম মিনিটে স্বাগতিকদের জালে শেষ পেরেক ঠুকে দেন শাহেদা আক্তার রিপা। তাতে ৫-০ গোলের জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
একই সঙ্গে টানা দ্বিতীয়বারের মতো সাফের ফাইনালে ওঠার আনন্দে মাতে লাল-সবুজের মেয়েরা।
এদিকে দিনের প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। প্রতিবেশী দেশটির সঙ্গে আগামীকাল সন্ধ্যায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। অবশ্য এ টুর্নামেন্টের প্রথম আসরেও এ দুই দল খেলেছিল ফাইনাল। সেবার ১-০ গোলে জিতেছিল মারিয়া মান্ডার দল। এবারও ঠিক তেমন কিছুই চাই বাংলার কিশোরীদের।