আব্দুল মালেক: উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।
আজ ১৫ আগস্ট সকালে উপজেলা চত্ত্বর থেকে একটি বিশাল র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে বিজয় মঞ্চে আালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর অঞ্চল আল মাহমুদ হাসান, থানা অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, সাবেক সংসদ সদস্য আলহাজ আমজাদ হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগৈর সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক এম এ মতিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, বীর মুক্তযোদ্ধা আবু তৈয়ব সরদার, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার প্রমুখ।