নিউজ ডেস্ক: জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী আর নেই। সোমবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
কিডনির জটিলতায় আক্রান্ত তাজুল ইসলামকে রোববার দুপুরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তিনি আইসিউতে ছিলেন। এরপর রাত সাড়ে ১১টার পর তাজুলের মৃত্যু হয়।
কুড়িগাম জেলার সদর উপজেলার সবুজপাড়া এলাকার বাসিন্দা তাজুল বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন।