এ.এস.জুয়েল: বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ২২ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে। গতকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।ধর্মমন্ত্রী মতিউর রহমানের সভাপতিত্বে গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।ইসলাম ধর্মের নিয়ম অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপন করা হয়।
এ বছর ঈদুল আজহা উপলক্ষে ২১, ২২ ও ২৩ আগস্ট মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে। পরের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় এবার টানা পাঁচদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।