নিউজ ডেস্ক: গত বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তান অনূর্ধ্ব-১৫ দলের মুখোমুখি হয় বাংলাদেশ। এবারের আসরের শুরুটা দারুণ শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তান অনূর্ধ্ব-১৫ নারী দলকে ১৪ গোল দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের মেয়েরা। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথমার্ধেই ৬-০ গোলে এগিয়ে মধ্য বিরতিতে যায় বাংলাদেশ দল।
দ্বিতীয়ার্ধে পাকিস্তানি মেয়েদের উপর যেন গোলের স্টিম রোলার চালিয়েছে বাংলাদেশের মেয়েরা। ৪৭ মিনিটে কর্নার কিক থেকে ডিফেন্ডার সাজেদা খাতুনের গোলে ব্যবধান দাঁড়ায় ৭। পরের সাত মিনিটে ফরোয়ার্ড শামসুন্নাহারের হ্যাটট্রিকে ব্যবধান দাঁড়ায় ১০ গোলে।
৫৮ মিনিটে সাজেদার দ্বিতীয় ও আনাই মঘিনির কল্যাণে পাকিস্তানের জালে গোলের ডজন পূর্ণ করে বাংলাদেশ। শেষদিকে অনেকটা ঢিলেঢালা ফুটবল খেলেও আরো দুইবার পাকিস্তানের জালে জড়ায় বাংলাদেশ। ৮৮ মিনিটে আনাই মোঘিনির দ্বিতীয় ও ৯০ মিনিটে শামসুন্নাহারের চতুর্থ গোলে ১৪-০ ব্যবধানে নিজেদের সাফ আসর শুরু করলো লাল-সবুজের বাঘিনীরা।
বাংলাদেশ অধিনায়ক মারিয়া মাণ্ডা বলেছিলেন, ‘আমরা এখানে শিরোপার জন্য এসেছি। দেশে আমার কোচের অধীনে অনেক কঠোর পরিশ্রম করেছি। পাকিস্তানের বিপক্ষে জেতার আত্মবিশ্বাস আমাদের আছে। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন বলে আমাদের ওপর কোনো চাপ নেই। সবাই ফিট ও মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী আছে; একটা দলের খেলে জেতার জন্য প্রস্তুত আছে।
অনূর্ধ্ব-১৫ নারী সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে ছয়টি দল অংশ নিয়েছে।
দলগুলো হচ্ছে- ভুটান, ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ পাকিস্তান ও নেপাল।