নিউজ ডেস্ক: উলিপুরে রিডিং ইনহ্যান্সমেন্ট ফর অ্যাডভান্সিং ডেভলপমেন্ট রিড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউএস এইড, সেভ দ্য চিলড্রেন এর কারিগরি সহায়তায় ও আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম।
প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর একেএম আনোয়ারুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মো. জাহিদুল ইসলাম ফারুক, সেভ দ্য চিলড্রেনের প্রোজেক্ট অফিসার রেজাউল করিম, থানার অফিসার ইনচার্জ তদন্ত আনোয়ারুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশ রংপুর অফিসের রিড প্রকল্পের সমন্বয়কারী নুরুজ্জামান।
কর্মশালায় উলিপুর উপজেলার প্রকল্পভুক্ত ৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পাঁচটি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তরা প্রকল্প কার্যক্রমের উপর সন্তোষ প্রকাশ করে বলেন, উপজেলার ৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সফলভাবে রিড কার্যক্রম বাস্তবায়িত হওয়ায় প্রাথমিক শিক্ষার গুণগতমান বৃদ্ধি পেয়েছে।