আব্দুল মালেক:
কুড়িগ্রামে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও যানবাহনের কাগজপত্র পরীক্ষা করেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল ১১ টায় পর থেকে কুড়িগ্রাম শহীদ মিনার চত্বরে এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়। এরপর তারা নিরাপদ সড়কের দাবিতে রাস্তার পাশে দাঁড়িয়ে মানববন্ধন করে। এসময় শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের সহায়তায় বিভিন্ন যান-বাহনের লাইসেন্স পরীক্ষা-নীরিক্ষা করে ।
ঢাকাসহ দেশব্যাপী শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সমর্থনে শিক্ষার্থীরা পোস্টার, ব্যানার, ফেস্টুন নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে শ্লোগান দেয়। এ সময় বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করেন।