নিউজ ডেস্কঃ
শপথ নিলেন দশম জাতীয় সংসদের ২৭ কুড়িগ্রাম-৩ আসনে উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মো. আককাছ আলী সরকার। বৃহস্পতিবার (২ আগস্ট) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তাকে শপথবাক্য পাঠ করান।
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আব্দুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
এ সময় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি, হুইপ আতিকুর রহমান আতিক এমপি, হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, বিরোধীদলীয় হুইপ নূরুল ইসলাম ওমর এমপি, এ কে এম মোস্তাফিজুর রহমান এমপি, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ এমপি, এস এম আবুল কালাম আজাদ এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্রঃ বাংলানিউজ২৪