আব্দুল মালেকঃ
উলিপুরে আনুষ্ঠানিকভাবে রোপা আউশ-৪৮ ধান কর্তন করা হয়েছে। ৩০শে জুলাই সোমবার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে দুর্গাপুর ইউনিয়নের যমুনা ব্লকে কৃষক-কৃষানীদের নিয়ে ধান কর্তন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মিঞা ও উপজেলা কৃষি অফিসার অশোক কুমার রায়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আব্দুল গাফ্ফার, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আবেদ আলী সরদার, উপ-সহকারী কৃষি অফিসার আব্দুল আজিজ, সাংবাদিক মোন্নাফ আলী, কৃষক সুলতান আহমেদ প্রমুখ।অলোচনা সভার পূর্বে ধানকর্তনপূর্বক পরিমাপ করে একরে ১ হাজার ৩’শ কেজি ধান উৎপাদিত হয়েছে বলে জানা গেছে। এ ব্লকে ১৩০ একর জমিতে এ মৌসুমে আবাদ করা হয়েছে বলে কৃষি অফিস সুত্রে জানা গেছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বোরো ও আমন ধান আবাদের ফাঁকে রোপা আউশ-৪৮ ধান আবাদ করে স্বল্প ব্যয়ে অধিক ফসল উৎপাদনে সফলতা পেয়েছে ব্লকের কৃষকরা। পাশাপাশি গ্রামের কৃষকদের এই জাতের ধান চাষাবাদে কৃষকদের আগ্রহ বাড়াতে উপজেলা কৃষি অধিদপ্তর ধান বীজ সরবরাহ করে ৪০টি ব্লকে ৩শ একর জমিতে প্রদর্শনী করা হয়েছে বলে জানা গেছে।
উলিপুরে রোপা আউশ-৪৮ ধান কর্তনে সভা
0
Ulipur.com
Ulipur.com is an online news portal focusing news & information from Kurigram, a northern district of Bangladesh.