নিউজ ডেস্কঃ
দারিদ্র্যতার অভিশাপে অভিশপ্ত কুড়িগ্রাম জেলা। এর সবচেয়ে বড় কারণ ধরা হয় নদী ভাঙ্গনকে। প্রতিবছর এ জেলার ৪২০টি চরের মানুষ নদীভাঙ্গনের শিকার হয়ে ঘরবাড়ী হারায়। যার কারণে দারিদ্র্যতার সাথে যুদ্ধ করে কিছুতেই পেরে উঠতে পারেনা এই অসহায় মানুষগুলো।
আজ ২৭ জুলাই ২০১৮ ইং রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ কুড়িগ্রাম জেলা ছাত্র ও যুব ঐক্য পরিষদ আয়োজিত ও “তিস্তা নদীভাঙ্গন থেকে হোকডাঙ্গা, থেতরাই, দলদলিয়া ও উলিপুর বাচাঁও গণকমিটি” -এর সহযোগীতায় কুড়িগ্রাম জেলার নদীভাঙ্গন প্রতিরোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয।
মানবন্ধনে বক্তব্য রাখেন ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতির সহ-সভাপতি জনাব আব্দুল খালেক, কুড়িগ্রামের ক্রীড়া ব্যক্তিত্ব রেহানা পারভিন, এডভোকেট আসাদুজ্জামান আনছারী, ছাত্রকল্যান পরিষদের নেতা শাহিন চিস্তী, শিশির আহমেদ, রাহুল, ইব্রাহিম পারভেজ, তাজদিদ আহমেদ, তাওরাত হাসান বিদ্যুৎ, গার্মেন্টস শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি জনাব ফুলবাবু এবং “তিস্তা নদীভাঙ্গন থেকে হোকডাঙ্গা, থেতরাই, দলদলিয়া ও উলিপুর বাঁচাও গণকমিটি” -এর সহ-সভাপতি মোঃ আরিফুজ্জামান (আরিফ), সুমন বকসী, মাসুদ রানা, হুমাযুন আহমেদ, হালিম হীরা, আল ইমরান, আশরাফুল আলম, ফিরোজ আলম ফুলবাবু ও যুগ্ন সাধারণ সম্পাদক শামীম আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সকলেই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে কুড়িগ্রাম জেলায় নদীভাঙ্গন রোধ ও কর্মসংস্থান সৃষ্টিসহ কুড়িগ্রামের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন দাবি তুলে ধরেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতির সহ-সভাপতি জনাব আব্দুল খালেক।