আব্দুল মালেক:
উলিপুর পৌরসভার ৩ হাজার ৮১জন দুস্থ ও গরীব মানুষের জন্য ঈদ উল ফিতর উপলক্ষে বরাদ্দকৃত ৩১ টন ভিজিএফ চাল মেয়রের দায়িত্বে অবহেলার কারণে ফেরত গেছে। চাল না পেয়ে তালিকাভূক্ত বঞ্চিত দুস্থ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক ঈদ উল ফিতর উপলক্ষে গত ৫ জুন ৩ হাজার ৮১ জন গরীব-দুস্থ মানুষের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের ৩১ টন চাল উলিপুর পৌরসভার মেয়রের নামে জিও পাঠান, যা ১৪ জুনের মধ্যে উত্তোলন করে দুস্থদের মাঝে বিতরণ করার কথা ছিল। মেয়রের অবহেলা ও গাফিলতির কারণে নির্দিষ্ট তারিখে বরাদ্দ চাল গুদাম থেকে উত্তোলন না করায় তা ফেরত গেছে।
নারিকেলবাড়ী গ্রামের রাধা রানী, জোবেদা বেগম, কাঞ্চন বিবি জানান, ঈদে চাল দেবে বলে আইডি কার্ড নিল। সে আশায় আছেন। চাল না পাওয়ায় তার ঈদের খুশি নষ্ট হয়েছে। ৭নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান জানান, চাল তোলার দায়িত্ব মেয়রের। তিনি সময়মতো চাল উত্তোলন না করায় ফেরত গেছে সে জবাব তাকে দিতে হবে। মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম জানান, তারা ঈদের আগেই তালিকা দিয়েছেন। মেয়র চাল না তোলায় তা ফেরত গেছে। এখন তালিকাভূক্ত মানুষ প্রতিদিন বাড়িতে এসে গালিগালাজ করছে।
পৌর মেয়র তারিক আবুল আলা জানান, নির্দিষ্ট তারিখে চাল না তুললে ফেরত যাবে, তা বুঝতে পারিনি। মনে করেছিলাম ৩০ জুন তোলা যাবে। এ ভূলের কারণে চাল ফেরত গেছে।