আ:মালেক:
কুড়িগ্রাম-৩ সংসদীয় আসনে উপ-নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আগামীকাল বুধবার (২৫ জুলাই) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উলিপুর ও চিলমারী উপজেলার ১৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে অয়োজিত এ নির্বাচনে মহাজোটের দুই শরিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানো শুরু হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এ উপ-নির্বাচনে মোট ১৫৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনি কাজে মোট ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকছেন। এছাড়াও ৫৩টি মোবাইল টিম, ১৩ প্লাটুন বিজিবি, র্যাবের ৩৪ টি টহল দল এবং পুলিশের ১৮ টি স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকছে।
কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মেহেদুল করিম জানান, ভোট গ্রহণের পরিবেশ সুষ্ঠু করতে প্রায় ২২শ’ পুলিশ সদস্য নিয়োজিত থাকছে। এছাড়াও র্যাব ও বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহলে থাকবেন।
পুলিশ সুপার আরও জানান, এ উপ-নির্বাচনে মোট ১শ’ ৫৯ টি কেন্দ্রের মধ্যে আমরা ৯০ টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছি। বাকি ৫৯ টি কেন্দ্র সাধারণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে সব কেন্দ্রেই আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বজায় থাকবে।
এদিকে, ভোট গ্রহণ শান্তিপূর্ণ ও অবাধ হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক এম এ মতিন এবং জাতীয় পার্টির প্রার্থী ডা. মো. আককাছ আলী সরকার।
এদিকে র্যাব-১৩ এর কমাডিং অফিসার অতিরিক্ত ডিআইজি খন্দকার মোজাম্মেল হক শহরের বড় মসজিদ মোড়ে সাংবাদিকদের বলেন, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য বাহিনীর সাথে র্যাব কাজ করছে। যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারেন। আমরা একটি অবাধ, নিরপক্ষে ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করছি।
নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক এম এ মতিন জানান, আমি বিশ্বাস করি শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এ আসনের জনগণ নৌকার বিজয় নিশ্চিত করবেন।
জাতীয় পার্টির প্রার্থী ডা. মো. আককাছ আলী সরকার জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠ হবে বলেই আমি আশা করছি। আসনটি বরাবরই লাঙ্গলের ছিল, আমি বিশ্বাস করি জনগণ এবারও লাঙ্গল প্রতীককে বিজয়ী করবে।
উল্লেখ্য, চলতি বছরের ১০ মে জাতীয় পার্টির সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ কে এম মাঈদুল ইসলামের মৃত্যুতে কুড়িগ্রাম-৩ আসনটি শূন্য হয়। গত ১০ জুন নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ৪ জুলাই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।