লাইফস্টাইল ডেস্ক:
অনেকের কাছেই প্রিয় ঋতুর স্থানটি দখল করে আছে বর্ষা। কিন্তু বর্ষা প্রিয় হলেও এর ভোগান্তির কথা ভেবে হয়তো অনেকেই চুপ থাকেন। ঘরের বাইরে কাদা মাটিতে মাখামাখি হয়ে বাড়ি ফিরে দেখলেন, পায়ের জুতাখানা আর পরার অবস্থায় নেই। তখন সব দোষ গিয়ে পড়বে বর্ষা ঋতুর ওপরই। অথচ বর্ষায় একটু যত্ন নিয়ে আর সাবধানতা অবলম্বন করে জুতা পায়ে গলালে কিন্তু এ ঋতু উপভোগ্য মনে হবে। জেনে নিন বর্ষায় কীভাবে নেবেন জুতার যত্ন—
কেমন জুতা বেছে নিবেন
যখন-তখন বৃষ্টি, তাই এ সময়টায় পরার জন্য বেছে নিন এমন ধরনের জুতা, যা বৃষ্টির পানিতেও খুব একটা ক্ষতি হবে না। এ সময় চামড়ার জুতা এড়িয়ে যাওয়াই ভালো। রাবারের জুতা ভালো সমাধান।
জুতা ভিজে গেলে
বর্ষায় বাইরে বেরোবেন আর জুতা ভিজবে না, এটা হতে পারে না। তবে ভেজা জুতা কখনই চুলার আগুন কিংবা কোনো রকম তাপ দিয়ে শুকানো উচিত নয়। এতে জুতার আকৃতি নষ্ট হয়ে যায়। ভালো হয় স্বাভাবিক তাপমাত্রায় শুকিয়ে নিতে পারলে।ভেজা জুতার ভেতর খবরের কাগজ ঢুকিয়ে রাখুন, এটি পানি শুষে নিবে। অথবা শুকনো কাপড় দিয়ে ভেতরটা ভালোভাবে মুছে ফেলুন। পানি যতটা সম্ভব শুষে নিন কাপড় বা কাগজের সাহায্যে। এবার ভেপার আয়রনের মাধ্যমে শুকিয়ে নিতে পারেন।
সৌন্দর্য ধরে রাখতে
দামি জুতা হলে এবং তা যদি পরতে হয় নিয়মিত, তাহলে এ ঋতুতে সু ওয়াক্সিং করিয়ে নিন। তাহলে বৃষ্টির পানি ক্ষতি করতে পারবে না শখের জুতাজোড়ার।এছাড়া বর্ষায় নিয়মিত জুতা পলিশ করিয়ে নেয়া ভালো। তাহলে জুতা দেখতে যেমন ভালো লাগবে, তেমনি এর ওপর পানিও জমবে না।
দুর্গন্ধ দূর করতে
বর্ষাকালে বড় সমস্যা হচ্ছে জুতায় পানি ঢুকে দুর্গন্ধ তৈরি করে। সেক্ষেত্রে সাবধানতার সঙ্গে সঙ্গে জেনে রাখুন কিছু পদ্ধতি, যাতে পানি ঢুকলেও জুতার ভেতরটা গন্ধ না হয়। ভিনেগার পানিতে গুলে সে পানি দিয়ে নরম কাপড়ের সাহায্যে জুতার ভেতরটা মুছে ফেলুন। এতে গন্ধ থাকবে না। বাড়ি ফিরে জুতা খুলে ফেলার পর এর ভেতর দুটো অর্থাৎ দুই জুতায় দুটো ন্যাপথালিন রেখে দিন। পরের দিন জুতা পরার সময় দেখবেন গন্ধ উধাও।
সুত্র:বণিক বার্তা