আব্দুল মালেকঃ
কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে ‘জনগনের মুখোমুখি অনুষ্ঠানে’ দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাত উঠিয়ে এলাকার উন্নয়নে এক হয়ে কাজ অঙ্গীকার করেন। রবিবার (১৫ জুলাই ২০১৮) বিকেলে বিজয় মঞ্চে সুশাসনের জন্য নাগরিক-সুজন ও পিস প্রেসার গ্রুপ উলিপুর শাখার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার এমদাদুল হক, সুজন- কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক, আতিকুর রহমান সুজন, সুজন উপজেলা শাখার সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিকী। সুজনের কেন্দ্রিয় সমন্বয়কারী দীলিপ কুমার সরকার ও আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
এসময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক এম.এ মতিন ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ আক্কাছ আলী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে অন্যায় প্রভাব খাটানো, সন্ত্রাসী কর্মকান্ড ও অর্থ বা অন্য কিছুর বিনিময়ে ভোট না কেনা, সকল প্রকার নির্বাচনী আচরণ বিধি মেনে চলা, এলাকার শিক্ষা বিস্তার, মাদক ও সন্ত্রাসমুক্ত, এলাকার আইনশৃঙ্খলা উন্নয়ন, মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার, নারী ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।
এসময় দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, মিথ্যাচারী, যুদ্ধাপরাধী, নারী নির্যাতনকারী, মাদক ও চোরাকারবারি, ভূমিদস্যু, অসৎ, অযোগ্য ও গণবিরোধী ব্যক্তিকে ভোট না দেয়ার জন্য উপস্থিত ভোটাররা শপথ করেন। জনগনের মুখোমুখি অনুষ্ঠানে বিভিন্ন পেশার মানুষের এলাকার উন্নয়নমূলক প্রশ্নের জবাব দেন প্রতিদ্বন্দ্বী আ’লীগ ও জাপা প্রার্থী।
উল্লেখ্য, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী একেএম মাঈদুল ইসলামের মৃত্যুতে আসনটি শুন্য হয়। তফশিল অনুযায়ী আগামী ২৫ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপ-নির্বাচনে আ’লীগ ও জাপা’র মনোনীত দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছেন।