আব্দুল মালেকঃ
উলিপুর উপজেলার ১০০টি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ল্যাপটপ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “শিক্ষার আলো জ্বালাবো, ডিজিটাল বাংলদেশ গড়ব” এ স্লোগানকে ধারণ করে বৃহস্পতিবার (৫ জুলাই ২০১৮) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও পিইডিপি-৩ এর অর্থায়নে অনুষ্ঠিত ল্যাপটপ বিতরণ ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা।
সহকারি উপজেলা শিক্ষা অফিসার ফরহাদ হোসেন খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী, সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, সহকারি উপজেলা শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম ফারুক, গুনাইগাছ আরিফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম আনছারী, উত্তর দড়িকিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এরশাদুন্নী, জোনাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানা উল্ল্যাহ্, বামনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রাশেদা বেগম, বাবুরহাট মজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরওয়ার উদ্দিন মন্ডল, কালুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতেন্দ্রনাথ বর্ম্মন, তবকপুর সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা, নারিকেল বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান রাজু প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম রুবি, সহকারি উপজেলা শিক্ষা অফিসার আলী ইমরান, আবু সালেক বুলবুলসহ প্রধান শিক্ষকবৃন্দ।