আব্দুল মালেকঃ
কুড়িগ্রাম-৩ আসনের উপ- নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার (৪ জুলাই ২০১৮) দুপুরে জেলা নির্বাচন অফিস সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন, পুলিশ সুপার মেহেদুল করিম, রিটার্নিং অফিসার জিএম সাহাতাব উদ্দিন, সহকারি রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম রাকিব, জাতীয় পার্টির প্রার্থী ডা: আক্কাছ আলী সরকার, আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক এম এ মতিনসহ নেতাকর্মিদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
এ আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছে। তফশিল অনুযায়ী আগামী ২৫ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-৩ আসনটি উলিপুর উপজেলার ১টি পৌরসভাসহ ১২টি ইউনিয়ন ও চিলমারী উপজেলার ৪টি ইউনিয়ন (রমনা, থানাহাট, চিলমারী ও রাণীগঞ্জ) নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৭৫ জন। গত ১০ মে জাতীয় পার্টির সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ কে এম মাইদুল ইসলামের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়। গত ১০ জুন নির্বাচন কমিশন এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
প্রতীক বরাদ্দের পরেই শুরু হয় মাইকিং ও মোটর সাইকেল শোভাযাত্রা। উপ-নির্বাচনকে ঘিরে উপজেলার সর্বত্রই চলছে ভোটের আমেজ। গ্রামের ভোটারদের মাঝে তেমন ভোট নিয়ে মাতামাতি না দেখা গেলেও শহরের চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার গুলাতে চলছে ভোটের নানা আলোচনা। নিজেদের পছন্দের প্রার্থীকে জেতাতে চলছে নানা বিশ্লেষণ।