নিউজ ডেস্ক:
যত্ন আর সংস্কারের অভাবে ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার সীমান্তঘেঁষা নাওডাঙ্গা জমিদার বাড়ির শিব মন্দিরটি।
অবিভক্ত ভারতবর্ষে অনেক আগে নাওডাঙ্গা পরগনার জমিদার বাহাদুর শ্রীযুক্ত বাবু শিব প্রসাদ বক্সী এটি নির্মাণ করেন। এই শিব মন্দিরের গম্বুজটি থাকলেও দরজা-জানালা নষ্ট হয়ে গেছে। দেয়ালের আস্তর খসে পড়েছে, মন্দিরের দেয়ালে জন্মেছে গাছ-গাছালির জঙ্গল। আট দেয়াল বিশিষ্ট এই মন্দিরের উচ্চতা ৩০ ফুট ব্যাস ২০ ফুট এবং মন্দিরের ভেতরের ব্যাস ১২ ফুট। জমিদার আমলে শিব মন্দিরে পূজা হতো খুবই জাঁকজমকপূর্ণভাবে।
শিব মন্দিরের পাশে আছে দুর্গা ও বিষ্ণু মন্দির। তবে আগ্রাসনের বেশি শিকার শিব মন্দির। যে কোনো সময় এটি ভেঙে যেতে পারে। স্থানীয় হিন্দুরা চাঁদা তুলে কোনো রকমে শিব মন্দিরে পূজা ও জমিদার বাড়ির ভিতরে এক কোণায় দুর্গা ও বিষ্ণু মন্দির নির্মাণ করে প্রতিবছর পূজা-অর্চনা করেন। সব মিলিয়ে জমিদার বাড়ির ঐতিহ্য বিলুপ্তি ও ধ্বংসের পথে। এ শিব মন্দিরটি পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি সৌরেন্দ্র নাথ গোস্বামী ও সাধারণ সস্পাদক সুশীল কুমার রায় জানান, এলাকার ঐতিহ্য রক্ষার জন্য শিব মন্দিরটি সংস্কার করা খুবই জরুরি হয়ে পড়েছে। তবে সরকারিভাবে বরাদ্দ কম হওয়ায় শিব মন্দিরটি সংস্কার করা যাচ্ছে না। বর্তমানে শিব মন্দিরের জমি আছে মাত্র দুই শতক, দুর্গা ও বিষ্ণু মন্দিরের জমি ১.৪০ একর। অন্যদের দখলে আছে যার পরিমাণ প্রায় তিন একর জমি। তারা ঐতিহ্যবাহী শিব মন্দিরটিসহ জমিদার বাড়ির সব সম্পদ শিব মন্দির ও দুর্গা মন্দিরের নামে ফিরিয়ে দিয়ে নতুন করে শিব মন্দিরটি সংস্কার করার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন এবং জমিদার বাড়ির সব সম্পদ রক্ষার জন্য এ ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের প্রতি আহবান জানান।
সূত্র: ইত্তেফাক