নিউজ ডেস্কঃ
উলিপুরে চাষী পর্যায়ে উন্নতমানের ধান, গম, পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জুন ২০১৮) উপজেলা পরিষদ হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি কুড়িগ্রামের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ প্রদান করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি কুড়িগ্রাম এর উপ-পরিচালক ড. মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ আব্দুর রশিদ, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোঃ জাহেদুল হক, উলিপুর উপজেলা কৃষি অফিসার অশোক কুমার রায়, অতিরিক্ত কৃষি অফিসার আব্দুল গাফ্ফার। প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার ৬০ জন কৃষক অংশ গ্রহণ করে।