আব্দুল মালেকঃ
শনিবার (৯ জুন ২০১৮) দুপুরে ৪০ কোটি টাকা ব্যায়ে নির্মিত কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার সোনাহাট স্থল বন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রমের উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। এসময় তিনি বলেন, অবিলম্বে নদী খনন ও চিলমারী বন্দর চালু করা হবে। সোনাহাট স্থল বন্দরে ১০টি ভারতীয় পন্য আমদানীর পাশাপাশি ভারতের সাথে আলোচনার মাধ্যমে ইমিগ্রেশন চালু করা হবে বলেও জানান তিনি।
৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সোনাহাট স্থল বন্দরের অবকাঠামো উদ্বোধন শেষে মন্ত্রী সেখানেই স্থানীয় সুধি সমাবেশে বক্তব্য রাখেন। এসময় বাংলাদেশ স্থল বন্দর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, বিআইডাব্লিউটি এর চেয়ারম্যান কমডোর মোজাম্মেল হক, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাফর আলী, জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন, পুলিশ সুপার মেহেদুল করিম, শিল্পপতি দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী পরে চিলমারী নৌ বন্দর পরিদর্শন করেন।
উল্লেখ্য ২০১২ সালের ১৭ নভেম্বর সোনাহাট স্থল বন্দরের ভিত্তি প্রস্থর স্থাপন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। পরে ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর বন্দরের নির্মাণ কাজ শুরু হয়। ১৪ দশমিক ৬৮ একর জমির উপর ৬০ মেট্রিক টন ধারন ক্ষমতার একটি ওয়ার হাউজ, ৯৬ হাজার বর্গফুট আয়োতনের পার্কিং ইয়ার্ড, ৮৫ হাজার বর্গফুল আয়তনের ওপেন স্ট্যাক ইয়ার্ড, শ্রমিকদের জন দুইটি বিশ্রামাগার, একটি প্রশাসনিক ভবন, সিকিউরিটি ব্যারাক, ডরমেটরি ভবনসহ অন্যান্য অব কাঠামো নির্মাণে মোট ৩৯ কোটি ৪৩ লাখ ২৬ হাজার টাকা ব্যয় হয়েছে।
সোনাহাট স্থল বন্দরের সঙ্গে ভারতের এলসি স্টেশন গোলকগঞ্জ, ধুবরী, আসাম থেকে ১০টি পন্য চুক্তির ভিত্তিতে আমদানী হয়ে আসছে।