নিউজ ডেস্ক:
গতবারের মতো এবারও ভারতের প্রো কাবাডি লিগে সুযোগ পেয়েছেন বাংলাদেশের তিন খেলোয়াড়— বেঙ্গল ওয়ারিয়র্সে জিয়াউর রহমান, হরিয়ানা স্টিলার্সে জাকির হোসেন এবং ইউপি যোদ্ধায় সোলায়মান কবির। এদের মধ্যে জিয়ার চাহিদা সবচেয়ে বেশি। আগামী অক্টোবরে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার নিলামে গতবারের চেয়ে দ্বিগুণ পারিশ্রমিকে তাকে কিনে নিয়েছে বেঙ্গল ওয়ারিয়র্স।
গতবারও এই তিনজন সুযোগ পেয়েছিলেন, তবে জাকির আর সোলায়মান তেমন খেলার সুযোগ পাননি। জিয়া অবশ্য তার দল পুনেরি পল্টনের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন। দলের ২২ ম্যাচের ১৬টিতেই খেলেছিলেন তিনি, একটি ম্যাচে সেরা খেলোয়াড় হয়ে স্কুটিও উপহার পেয়েছিলেন।
এবার পুনের দল থেকে চলে এসেছেন বাংলায়। গতবারের চেয়ে ভালো খেলার লক্ষ্য দেশে নৌবাহিনীকে প্রতিনিধিত্ব করা জিয়ার। তিনি বলেছেন, ‘পুনের টিমের হয়ে নিজের সেরাটা দিয়েছিলাম বলেই হয়তো এবার দ্বিগুণ পারিশ্রমিকে অন্য দল আমাকে নিয়েছে। আশা করি, গতবারের চেয়ে বেশি ম্যাচ খেলতে পারবো। অন্য বিদেশি খেলোয়াড়ের চেয়ে ভালো খেলার চেষ্টা করবো।’
প্রো কাবাডি লিগে বাংলাদেশের ছয় জন খেলোয়াড় সুযোগ পেয়েছেন এ পর্যন্ত। তবে জিয়ার মতো আর কেউ আলোড়ন তুলতে পারেননি। জাতীয় দলের অভিজ্ঞ ডিফেন্ডার নিজের কীর্তিতে গর্বিত, ‘আমি ছাড়া বাংলাদেশের অন্য কেউ খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি। আমিই সবচেয়ে বেশি ১৬টি ম্যাচ খেলতে পেরেছি। তাই প্রো কাবাডি লিগে বাংলাদেশিদের মধ্যে আমার পারফরম্যান্সই সবচেয়ে ভালো।’
বাংলাদেশের নাম উজ্জ্বল করে ভারত-জয় করাই জিয়ার লক্ষ্য, ‘ভারতের মাটিতে লাল-সবুজ পতাকা ওড়াতে চাই। আমি মাঠে নামলে বাংলাদেশের নাম উচ্চারিত হয়, ধারাভাষ্যকাররা বারবার বাংলাদেশের কথা বলেন। এটা শুধু আমার নয়, সারা দেশের জন্য গর্বের ব্যাপার। আমি চাই, এবারের প্রো কাবাডি লিগেও বাংলাদেশের নাম উচ্চারিত হোক, লাল-সবুজ পতাকার জয় হোক।’
সুত্র: বাংলা ট্রিবিউন, জুন ০৯ , ২০১৮