নিউজ ডেস্ক:
আজ মঙ্গলবার সকাল ১১ টায় উলিপুর উপজেলা পরিষদ হলরুমে কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন উলিপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন সম্ভবনা ও সমস্যা নিয়ে মতবিনিময় সভা করেন ।
উক্ত মতবিনিময় সভায় উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ আমজাদ হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সাংবাদিক পরিমল মজুমদার, সাংবাদিক মোন্নাফ আলী, হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন বিএসসি, ধামশ্রেনী ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান সরদার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সোলায়মান সরদার বাদশা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক এম.এ মতিন প্রমূখ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন, কুড়িগ্রাম ডাঃ আমিনুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মন্জু মন্ডল, উলিপুর পৌর মেয়র তারিক আবুল আলা, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আহসান হাবীব নিলু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজুর রহমান, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধিবৃন্দ।
জেলা প্রশাসক বিজয়মঞ্চ নির্মানে সার্বিক সহায়তা ও কাচারী পুকুরকে দৃষ্টিনন্দন করার পরিকল্পনার কথা জানান। এর আগে তিনি,উলিপুর হাট পরিদর্শনে যান এবং ব্যবসায়ীদের সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।