আব্দুল মালেকঃ
উলিপুরে মন্দিরের প্রতিমা (মূর্তি) ভাংচুরের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে, রোববার (২৭ মে ২০১৮) ভোর রাতে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের গুনাইগাছ সার্বজনীন দূর্গা মন্দিরে।
পুলিশ সূত্রে জানা গেছে, গুনাইগাছ সার্বজনীন দূর্গা মন্দিরে মন্দিরের দরজা ভেঙ্গে কে বা কাহারা মন্দিরের ভিতরে থাকা সরস্বতী প্রতিমা’র দুটি হাত ভেঙ্গে ফেলে। ঘটনাটি স্থানীয় লোকজন থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনকভাবে গোলাম মোস্তফা ওরফে বিদুৎ শেখ (২৪) নামের এক যুবককে আটক করে। আটককৃত যুবক লালমনিরহাট জেলার হারাটি ইউনিয়নের আলুটারি সেতুর বাজার গ্রামের মজিবর রহমানের পুত্র।
গুনাইগাছ সার্বজনীন দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক সুনিল কুমার সরকার বলেন, সকালে মন্দিরের দরজা ভাঙ্গা দেখতে পেয়ে প্রতিবেশিদের সঙ্গে নিয়ে মন্দিরের ভিতরে গিয়ে দেখি কে বা কাহারা সরস্বতী প্রতিমার দু’হাত ভেঙ্গে মাটিতে ফেলে দিয়েছে। এ ঘটনা থানায় জানালে পুলিশ এসে অজ্ঞাত এক যুবককে আটক করে নিয়ে যান।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানায়, মন্দিরের ভিতরে থাকা প্রতিমা ভাংচুরের ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।