তুমি তো আমাকে ভালোই বাসো নি!
কতবার, কতভাবে ভালোবেসে বেসে
ক্লান্ত হয়ে ফিরে এসেছি।
তুমি তো আমার কথাই বোঝো নি!
শতবার, শতভাবে বোঝাতে চেয়ে
বাকরুদ্ধ হয়ে গিয়েছি।
তুমি তো আমার কথাই রাখো নি!
বাববার, বিভিন্নভাবে বোঝেতে চেয়েও
ব্যর্থ হয়ে হার মেনেছি।
তুমি তো আমার পথেই হাঁটো নি!
কয়েকবার ডেকে ডেকে
অবশেষে একলা পথে হেঁটেছি।
তুমি তো আমায় চেয়েই দেখো ই নি!
একবার, দুইবার, চোখে চোখ রেখে
লজ্জায় চোখ ফিরিয়ে নিয়েছি।
তুমি তো আমায় ভালোই বাসো নি!
তবুও আবার, আর একবার,
তোমায় ভালোবাসতে এসেছি।
তুমি কেনো সেটা বুঝেও বোঝো নি।
তুমি ব্যর্থ!
আর আমি নিভৃতে ভালোবেসে অভ্যস্ত।