সুমন বসুনিয়া : বাংলাদেশের চলমান বজ্রপাতের ভয়াবহতার কথা বিবেচনা করে এবং তা থেকে সকল মানুষকে সচেতন করার লক্ষ্যে আজ দুপুর ১২টায় রাজারহাট উপজেলার দেবীচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, গ্রন্থকুটির পাঠাগার কর্তৃক আয়োজিত ও অরণ্যের পৃষ্ঠপোষকতায় স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে লিফলেট প্রদান করার পাশাপাশি বজ্রপাতের সময় কি করণীয় সে সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্ঠিতি হয়।
উক্ত আলোচনা সভায় গ্রন্থকুটির পাঠাগারের সভাপতি আবু সাঈদ মোল্লা বলেন, পৃথিবীতে গাছ কমে যাওয়ার কারণে বজ্রপাতের তীব্রতা প্রতিনিয়ত বেড়েই চলছে, এই সাময়িক বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য লিফলেটের বিষয়গুলো সকলের জানা প্রয়োজন এবং পাশাপাশি পারিবার ও প্রতিবেশীকে সচেতন হতে হবে ।
এ সময় আরো উপস্থিত ছিলেন দেবীচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহের আলী,রসেন্দ্রনাথ রায়, সীমা রায়, গ্রন্থকুটির এর সহ-সভাপতি মোঃ সামসুল হক।