অতীতের গল্প
শাহাজাদা বসুনিয়া
অতীত হলো জীবনের উৎসভূমি
অতীত পরিত্যাক্ত বজ্রের গন্ধ
অনুকূল্যের কাছে অতীত পরিত্যাজ্য
চেতনা ও উন্মত্তার কাছে অতীত মৃত।
তবুও, অতীত হেঁটে চলে পথ,
প্রজন্ম খুঁজে নিখুঁত অতীতের ব্যাখ্যা
সকল অতীতের প্রতি সহানুভূতি জাগে
অতীতে জন্ম নেয় মন্দবৃক্ষ
ক্রুশের বৃক্ষ, প্রশংসা-ঘৃনা-স্মৃতির বৃক্ষ।
অতীত নৌকায় যাত্রা করে
অতীত যাত্রা করে দৈবের নৌকায় চড়ে
অতীতের কোলাহল রসালো হয়ে উঠে
অতীতে অবসাদ-ক্লান্তি শুয়ে থাকে
গভীর ঘুমেও পড়ে থাকে তৃষ্ণা মৃত্যু
অতীতে আত্মার সিঁড়ি একটি দীর্ঘপথ
অতীত বহুদূর সমুদ্রপাড়ে
অতীত বহুদূর মধ্যপ্রাচ্যে
অতীত বহুদূর বাসা ও কর্নিশে
অতীত বহুদূর পার্কে ও শপিংমলে
অতীত একটি জঘণ্য দানব
অতীত ধূর্ত, চতূরের মতো।
অতীতে মন্দের অভাব নেই
অতীত হয়ে উঠুক জগতের সত্য
শপথ করে বলছি অতীতের সন্ধান করি আমি প্রতিনিয়ত।।