নিউজ ডেস্ক:
উলিপুরে ভ্রাম্যামাণ আদালত অভিযান চালিয়ে এসইউবি নামের একটি ভাটার ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। আজ মঙ্গলবার বিকালে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মর্তুজা আল মুঈদ অভিযান পরিচালনা করেন।
এসময় ঐ ইটভাটা মালিকের অনুপস্থিতিতে ম্যানেজার রেজাউল করিম ও দুলাল মিয়াকে অবৈধ ভাবে ইটভাটা পরিচালনার করার কারণে বিএসটিআই আইনের (২৪) ধারায় উক্ত জরিমানা আদায় করেন। দায়িত্বরত ম্যানেজার এ সময় ইটভাটার কোন প্রকার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ষ্ট্যান্ডার্ডস এন্ড টেষ্টিং ইন্সটিটিউশন রংপুর অফিসের মাঠ কর্মকর্তা দেলওয়ার হোসেন। অভিযানের সময় উলিপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট অবৈধ ভাবে তৈরিকৃত কাঁচা প্রায় ১০ হাজার ইট ধ্বংস করে দেয়। অভিযোগ রয়েছে, উলিপুর উপজেলায় ১৯ টি ইটভাটা থাকলেও মাত্র ৪ টি ইটভাটার বৈধ লাইসেন্স রয়েছে।