লাইফস্টাইল ডেস্ক:
খাবার, ঘরবাড়ির পাশাপাশি কাপড় নষ্ট করে ফেলে ইঁদুর। কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার না করেই ইঁদুরের উপদ্রব থেকে বাঁচতে পারেন কয়েকটি ঘরোয়া উপায়ে। জেনে নিন কীভাবে।
একটি স্প্রে বোতলে ১ কাপ পানি ও ১ টেবিল চামচ ডিশ ওয়াশিং সোপ মেশান। ৫-৬ ফোঁটা পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল মেশান। মুখ আঁটকে ভালো করে ঝাঁকিয়ে নিন বোতল। এবার ইঁদুরের আনাগোনা বেশি যেখানে সেখানে স্প্রে করুন। ইঁদুর আসবে না।
ইঁদুরের বাসার আশেপাশে ন্যাপথালিন ছিটিয়ে রাখুন। ইঁদুর দূর হবে। ড্রয়ারে কাপড়ের ভাঁজে ভাঁজে রাখতে পারেন ন্যাপথালিন। আসবে না ইঁদুর।
মরিচের গুঁড়ার সাহায্যে দূর করতে পারেন ইঁদুর। ১ কাপ গরম পানি একটি বোতলে নিন। ১ চা চামচ মরিচ গুঁড়া ও ১ টেবিল চামচ চিলি ফ্লেকস মিশিয়ে ঝাঁকিয়ে নিন। স্প্রে বোতলটি ২৪ ঘণ্টা এক জায়গায় রেখে দিন। এরপর পাতলা কাপড়ে ছেঁকে মিশ্রণটি একটি স্প্রে বোতলে নিয়ে সরে করুন ইঁদুরের বাসায়। দূর হবে ইঁদুর।
তথ্যসুত্র: ফ্যাব হাউ