আব্দুল মালেকঃ
উলিপুরে তিস্তা নদীর সর্বনাশা ভাঙ্গণ রোধে ভিটামাটি হারা মানুষজনের বাঁচার দাবীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ এপ্রিল ২০১৮) বিকালে তিস্তা নদীর ভাঙ্গন থেকে থেতরাই, হোকডাঙ্গা, গোড়াই পিয়ার, দলদলিয়া ও উলিপুর বাঁচাও গণকমিটির আয়োজনে গোড়াই পিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থেতরাই ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দলদলিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি, থেতরাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল শেখ। বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য নূরনবী সরকার, কদমতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, গণকমিটির ভারপ্রাপ্ত সভাপতি পঞ্চায়েত বাদশা আলমগীর, দড়িকিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোদাচ্ছেরুল ইসলাম রাজু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন গণকমিটির নেতৃবৃন্দসহ এলাকর বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।