আব্দুল মালেকঃ
উলিপুরে সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ৭ যাত্রী। উলিপুর থেকে রংপুরগামী মিনিবাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার নিচে পড়ে গেলে ৭ যাত্রীই আহত হয়। এদের মধ্যে গুরুত্বর আহত ৪ জনকে উলিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত সালমা বেগমের অবস্থার অবনতি হলে তাকে কুড়িগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে, শুক্রবার (১৩ এপ্রিল ২০১৮ ) সকাল সাড়ে ৭ টার দিকে উলিপুর-রাজারহাট সড়কের উলিপুর কেন্দ্রিয় কবরস্থান সংলগ্ন স্থানে।
প্রত্যক্ষদর্শি ও আহত যাত্রী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭ টায় দিকে রংপুরগামী শুভক্লাসিক নামের মিনিবাসটি (ঢাকা মেট্র-০৪-০৮১৪) উলিপুর বাসস্ট্যান্ড থেকে ড্রাইভার ছাড়া হেলপার চালিয়ে রওনা হয়। গাড়িটি ঐ স্থানে পৌঁছিলে হেলপার নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার নিচে পড়ে। এসময় গাড়িতে থাকা ৭ যাত্রী আহত হয়। গুরুতর আহত চিলমারী উপজেলার সরদার পাড়া গ্রামের জাহাঙ্গীর আলম (৪০) উলিপুর উপজেলার জুম্মাপড়া গ্রামের সালমা বেগম (২৮), রসুলপুর গ্রামের আল ইমরান (৯) ,বড়–য়া অনন্তপুর গ্রামের শোভারাণী (৩০)।
বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুল হুদা জানান, আহত ১ জনের অবস্থার অবনতি হলে তাকে কুড়িগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে। অপর এক সড়ক দুর্ঘটনায় ট্রাক্টর চালক নিহত হয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ তেতুলতলা গ্রামে একটি ইট বোঝাই ট্রাক্টর রাস্তার খাদে পড়ে গেলে চালক চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত মিজানুর রহমান (২০) উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের কুড়ারপাড় গ্রামের সাইদুল ইসলামের পূত্র। উলিপুর থানার অফিসার ইনচার্জ এসকে আব্দুল্লাহ আল সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।