জরীফ উদ্দীনঃ
সোমবার (৯ এপ্রিল ২০১৮) সকাল ১১ ঘটিকায় রাজারহাট উপজেলার নাজিম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশবাদী সংগঠন অরণ্যের উদ্যোগে বৃক্ষ রোপণ আন্দোলন ২০১৮ অনুষ্ঠানে বাংলা সাহিত্যে অবদানের জন্য নিভৃত্যচারী লেখক হায়দার বসুনিয়াকে সম্মাননা স্মারক ২০১৮ প্রদান করেন অরণ্য।
সুমন বসুনিয়ার সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি, উলিপুর, কুড়িগ্রামের পরিচালক ভূপতি ভূষণ বর্মা, আরো উপস্থিত ছিলেন নাজিমখান কিংস ক্লাব এন্ড একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি আসাদুজ্জামান আসাদ, অরণ্যের সভাপতি আব্দুস সোবহান জুয়েল, সাধারণ সম্পাদক জরীফ উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক শাহিনুল ইসলাম লিটন, সোহানুর রহমান, জিল্লুর রহমান, রায়হান কবীর, দিপ্ত, প্রমুখ।
হায়দার বসুনিয়া সম্মাননা স্মারক পেয়ে আমাদের সংবাদ দাতাকে বলেন, অরণ্য আজ আমাকে শুধু সম্মাননা জানালো না, সম্মান জানালো বাংলা সাহিত্যকে। অরণ্যের সাধারণ সম্পাদক জরীফ উদ্দীন বলেন, আমরা অরণ্য থেকে শুধু বৃক্ষ রোপণ নয় বিভিন্ন সামাজিক কাজ করে থাকি। এখন থেকে প্রতিবছর সাহিত্য ও সামাজিক ও পরিবেশ উন্নয়নমূলক সম্মাননা স্মারক প্রদান করব।