আব্দুল মালেকঃ
উলিপুরে খরিপ-১/২০১৭-১৮ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ মার্চ ২০১৮) দুপুরে উপজেলা চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের বাস্তবায়নে বীজ ও সার বিতরণ আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম। প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কুষি অফিসার অশোক কুমার রায়, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল গাফ্ফার প্রমুখ।
পরে ২’শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে ৫ কেজি আউশ বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।