আব্দুল মালেকঃ
উলিপুরে সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন আমাদের করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মার্চ ২০১৮) বিকালে উলিপুর বণিক সমিতির কার্যালয়ে পিস প্রেসার গ্রুপের আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে অংশ নেন উপজেলার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সুশিল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগন।
অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষে এ গোল টেবিল বৈঠক আয়োজন করা হয়।
সুজনের উপজেলা সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিকী, সুজনের রংপুর বিভাগীয় সমন্বয়ক রাজেশ দে, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি হায়দার আলী মিঞা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী, সাধারন সম্পাদক গোলাম হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক স.ম আল মামুন সবুজ, প্রবীণ আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম বাচ্চু, প্রভাষক মিজানুর রহমান বিপ্লব, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু সাঈদ সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান বুলবুল, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, সাধারন সম্পাদক আবু সাঈদ সরকার, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুজ্জামান, উপজেলা যুবদলের সভাপতি এস.এম হাবিব নয়ন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও দলদলিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি, সাংগঠনিক সম্পাদক ও হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারন সম্পাদক আব্দুর রফিক, সিপিবি নেতা কমরেড দেলোয়ার হোসেন, বাসদের সমন্বয়ক সাইদ আখতার আমীন, প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মর্তুজা আল মুঈদ, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এস.আই নাসিরুল ইসলাম, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সহ-সভাপতি ইকবাল হোসেন চাঁদ, সাধারন সম্পাদক মাইনুল ইসলাম মন্ডল দুলু, সাংবাদিক পরিমল মজুমদার, পান্ডুল ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার মঙ্গা প্রমুখ।
সভা শেষে রাজনৈতিক দলের উপজেলা কমিটির শীর্ষ নেতৃৃবৃন্দ হাত তুলে সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠানের পক্ষে শপথ নেন।