আব্দুল মালেকঃ
উলিপুরে বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে পেশাভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মার্চ ২০১৮) বেগমগঞ্জের আশ্রয়ণ প্রকল্পের ২টি ভেন্যুতে উপজেলা প্রশাসন ও যবু উন্নয়ন অধিদপ্তর উলিপুরের আয়োজনে আশ্রয়ণ-২ প্রকল্প (দারিদ্র বিমোচন ও পুনর্বাসন) এর আওতায় বেগমগঞ্জ ইউনিয়নের আশ্রয়ণের পুনর্বাসিতদের ১৪দিন ব্যাপি এ প্রশিক্ষনের উদ্বোধন করেন, উপজেলা যবু উন্নয়ন অফিসার মোঃ মনিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান বাদশা মিয়া, ইউপি সদস্য আবু বক্কর, প্রশিক্ষক সুমন মিয়া, আত্মকর্মী নয়ন প্রমুখ। উল্লেখ্য, ৪০টি পরিবারের ৮০জন নারী-পুরুষ গাভী, হাঁস-মুরগী, কৃষি ও নার্সারী বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।