আতিক মেসবাহ লগ্ন: গতকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের আঠারো পাইকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশের আয়োজন করে “আবির্ভাব ফাউন্ডেশন” ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলার বিশিষ্ট সমাজসেবক মোঃ সাজেদুর রহমান সাজু তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন আবির্ভাব ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক আরাফাত দেওয়ান এবং কুড়িগ্রাম জোনের পরিচালক তানিয়া ইছলাম তন্নী ও আবির্ভাব কুড়িগ্রাম এর অন্যান্য সদস্যরা।
বক্তারা কুড়িগ্রাম এর অভ্যান্তরীন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পেরে শিক্ষার্থীরাও ছিল বেশ উৎফুল্ল ।মুশফিক(৭)নামের এক শিক্ষার্থী বলে”খুব মজা পাইছি আইজ।হামার স্কুলত এই প্রথম এই ধরণের খ্যালা হইল।”
বুড়াবুড়ি ইউনিয়নের অত্যন্ত মন্দাকবলিত একটা বিদ্যালয়ের নাম আঠারো পাইকা সঃপ্রাঃবিঃ।গত দশ বছরের ও বেশি সময় থেকে এ বিদ্যালয়টিতে এ ধরণের কোন প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ হয় নি।
স্কুলটির সহকারী শিক্ষক মমিনুর ইসলাম আশ্বস্ত করে বলেন”প্রতিবছর আমরা এধরণের অনুষ্ঠানের আয়োজন করতে চাই”