আব্দুল মালেকঃ
উলিপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল কিশোর-কিশোরী। জানা গেছে উপজেলার দলদলিয়া ইউনিয়নের বড় হাজিপাড়া গ্রামের রমজান আলীর কন্যা কদমতলা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রি রোকসানা আকতার আঁখির সাথে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ফুলবাহার কুঠি গ্রামের রফিক সরকারের পূত্র একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাকিব সরকার রনির পরিবারের অমতেই বিয়ে ঠিক হয়।
গত শুক্রবার (২৩ মার্চ ২০১৮) সন্ধ্যায় বিয়ে হবে এমন খবরের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মর্তুজা আল মুঈদ এর নেতৃত্বে একদল পুলিশ মেয়ের বাড়িতে অভিযান চালান। কিন্তু মেয়ের বাড়ির লোকজন আগেই টের পেয়ে ঘরে তালা ঝুলিয়ে সটকে পড়েন। পরে জানতে পারেন কদমতল বাজার সংলগ্ন মেয়ের মামা মানিক মিয়ার বাড়িতে বাল্যবিয়ে হবে। সেখানে গিয়ে মেয়ে ও তার মায়ের মুচলেকা নেন। ছেলের মা ও চাচাসহ ঐ এলাকার ইউপি সদস্য আব্দুল হামিদ সরকারেরও মুচলেকা নিয়ে বাল্যবিয়ের আয়োজন পন্ড করে দেন।