নিউজ ডেস্কঃ
উলিপুরে নিকাহ নিবন্ধক ব্যতিত যারা বিবাহ পড়িয়ে থাকেন এমন ব্যক্তিদের বাল্যবিবাহ নিরোধ আইন ও মোবাইল ফোনের মাধ্যমে ১৬১০০ নাম্বার ব্যবহার করে বয়স যাচাইকরণের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মার্চ ২০১৮) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্প, আরডিআরএস বাংলাদেশ কুড়িগ্রাম আর্থিক এবং সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় সাহেবের আলগা ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রৌমারী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার রায়, উপজেলা যুব উন্নয়ন অফিসার আহসানুল হাবিব, উলিপুরের সাহেবের আলগা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ফারুক হোসেন, প্রকল্পের ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলিটেটর মঞ্জুরুল ইসলাম, মাঈদুল ইসলাম, নিশিত কুমার রায়সহ ঈমামরা।
সাহেবের আলগায় বাল্যবিবাহ নিরোধ আইনের উপর প্রশিক্ষণ
0
Ulipur.com
Ulipur.com is an online news portal focusing news & information from Kurigram, a northern district of Bangladesh.