আব্দুল মালেকঃ
নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় সুজন-সুশাসনের জন্য নাগরিকের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী সানজিদা হক বিপাশা, স্বামী ও সন্তানসহ মৃত্যুবরন করায় বিপাশাসহ বিমান দুর্ঘটনায় নিহত সকল যাত্রীর বিদেহী আত্মার শান্তি কামনায় সুজন উপজেলা কমিটির আয়োজনে উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার (১৬ মার্চ ২০১৮) সন্ধায় মোমবাতি প্রজ্জলন করা হয়।
মোমবাতি প্রজ্জলন শেষে শোক প্রকাশ করে বক্তব্য রাখেন, সুজনের রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দে রাজু, উপজেলা কমিটির সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিকী, উদীচীর সভাপতি মিনহাজ আহম্মেদ মুকুল, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এম.এ মতিন, আওয়ামী লীগ নেতা সৌমন্দ্র প্রসাদ পান্ডে গবা, সাংবাদিক পরিমল মজুমদার, সিপিবি নেতা দেলোয়ার হোসেন, বাসদ নেতা সাঈদ আমিন, মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলি, গণকমিটির সভাপতি আলমগীর হোসেন ও উলিপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার প্রমুখ। বক্তারা বিমান দুর্ঘটনায় সঠিক কারণ তদন্ত করে দোষী ব্যাক্তিদের শাস্তি দাবী করেন।