লাইফস্টাইল ডেস্ক:
জানেন কি, কার্পেট বা রাগসে বসে যাওয়া কঠিন দাগ তুলে ফেলতে সক্ষম একটা টি-ব্যাগ। চা পানের পর টি-ব্যাগটি ফেলে না দিয়ে জমিয়ে রাখুন। একটা পাত্রে পানি নিয়ে তাতে টি-ব্যাগগুলো ডুবিয়ে রেখে দিন ফ্রিজে। কার্পেটে চকোলেট, পানীয় কিংবা খাবার পড়ে দাগ লেগে গেলে একটা টি-ব্যাগ নিয়ে দাগের ওপর ঘষতে থাকুন। দেখবেন দাগ উঠে যাবে। দাগ কঠিনভাবে বসে গেলে টি-ব্যাগের ভেতরের পাতাগুলো দাগের ওপর দিয়ে রাখুন। এতে দাগ চলে যাবে।
ময়লা জমিয়ে রেখেছেন ডাস্টবিনে এতে পুরো ঘরে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। চিন্তার কিছু নেই, চা পানের পর ময়লার ঝুড়িতে ব্যবহৃত টি-ব্যাগ ফেলে রাখুন। গন্ধ চলে যাবে দ্রুত।
ফ্রিজের ভেতর অনেক সময়ই দুর্গন্ধের সৃষ্টি হয়। দুর্গন্ধ তাড়াতে লেবু কেটে রেখে দেই অনেকেই। জেনে রাখুন, লেবু ছাড়াও ব্যবহৃত টি-ব্যাগও কিন্তু ফ্রিজের ভেতরের গন্ধ দূর করতে প্রস্তুত। তাই এখন থেকে চা খেয়ে টি-ব্যাগটি ফেলে না দিয়ে রেখে দিন ফ্রিজে।
বাসন-কোসন তেল চিটচিটে হয়ে আছে? সকালে চা পানের পর ফেলে রাখা টি-ব্যাগটিই হতে পারে ভরসা। হালকা গরম পানি দিয়ে বাসন-কোসন কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখুন। এবার ব্যবহৃত টি-ব্যাগ দিয়ে ঘষতে থাকুন। দেখবেন চিটচিটে ভাব দূর হয়ে গেছে।
আসবাবের মলিনভাব মন খারাপ করিয়ে দেয়। চাইলেও হয়তো বার্নিশ করিয়ে নিতে পারছেন না। এ সময় তাত্ক্ষণিক সমাধান দেবে ব্যবহৃত টি-ব্যাগ। চা পানের পর টি-ব্যাগ দিয়ে মুছে ফেলুন আসবাবের ওপরটুকু। চকচকে ভাব ফিরে আসবে সঙ্গে সঙ্গে।
সুত্র: বণিক বার্তা