লাইফস্টাইল ডেস্ক:
মাইক্রোওয়েভে দুর্গন্ধ? লেবুর সাহায্যে দূর করতে পারেন ওভেনের দুর্গন্ধ। মাইক্রোওয়েভ প্রুফ একটি বাটিতে পানি নিন। কয়েক চাকা লেবু দিয়ে দিন পানিতে। এবার বাটি ওভেনে দিয়ে উচ্চতাপে রাখুন কয়েক মিনিট। ওভেন বন্ধ করে সঙ্গে সঙ্গে খুলবেন না। ৫ থেকে ১০ মিনিট পর দরজা খুলে নরম কাপড় দিয়ে মুছে নিন ওভেনের ভেতরের অংশ।
ভাত রান্না করতে গেলেই গলে যায়? চাল ফুটে ওঠার আগে ১ টেবিল চামচ লেবুর রস দিন। ভাত ঝরঝরে হবে। চিনি জমাট বেধে যাচ্ছে? চিনির বয়ামে একটি আস্ত লেবু অথবা কয়েক টুকরা লেবুর খোসা রাখুন। আর জমাট বাধবে না। চপিং বোর্ডে বিভিন্ন সবজির গন্ধ? লেবুর সাহায্যে খুব সহজেই দূর করতে পারবেন এ ধরনের গন্ধ। চপিং বোর্ডের উপর লবণ ছিটিয়ে দিন। এবার লেবুর টুকরা ভালো করে ঘষে নিন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে মুছে নিন চপিং বোর্ড।
নখ থেকে নেইল পলিশ ওঠাতে ব্যবহার করতে পারেন লেবুর রস। প্রথমে কুসুম গরম পানিতে নখ ডুবিয়ে রাখুন ১০ মিনিট। সমপরিমাণ লেবুর রস ও ভিনেগারের দ্রবণে তুলার টুকরা ভিজিয়ে নখের উপর রেখে দিন ৩০ সেকেন্ড। এবার ঘষে ঘষে উঠিয়ে ফেলুন নেইল পলিশ। বাথরুমের টাইলস ও বাথটাব পরিষ্কার করার জন্য লেবু ব্যবহার করতে পারেন। লেবু অর্ধেক করে উপরে লবণ ছিটিয়ে নিন। এবার লেবুর টুকরা ঘষুন টাইলস ও বাথটাবে। কিছুক্ষণ রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
পিঁপড়ার উপদ্রব দূর করতে লেবুর রসে তুলা ভিজিয়ে রেখে দিন সেখানে পিঁপড়ার আনাগোনা বেশি সেখানে।
সূত্র: টপ টেন হোম রেমেডিস