আব্দুল মালেকঃ
উলিপুরে শসা ক্ষেতের ক্ষতি করার অভিযোগে ১ম শ্রেণি পড়ুয়া এক এতিম শিশুকে বেধড়ক মারপিট করেছে এক প্রভাবশালী। গুরুতর আহত শিশুটিকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শিশুটির নানী শেফালী বেগম গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী ২০১৮) উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। থানা পুলিশ এখন পর্যন্ত কোন প্রকার আইনগত ব্যবস্থা না নেয়ায় ছাত্রছাত্রিসহ অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের দক্ষিণ দলদলিয়া ঘাটিয়াল পাড়া গ্রামের জয়নাল আবেদীনের নাতি জসিম উদ্দিন খামার মাগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালযের প্রথম শ্রেণির ছাত্র। গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী ২০১৮) দুপুরে বিদ্যালয় ছুটির পর দুইভাইবোনসহ সহপাঠিদের সাথে বাড়ি ফিরছিল। হঠাৎ ঐ এলাকার দছিম উদ্দিনের পুত্র নুর বকস্ তার শসা ক্ষেতে গিয়ে দেখতে পান দু’টি শসা ছেঁড়া অবস্থায় পড়ে আছে। ক্ষিপ্ত হয়ে নুর বকস্ সবাইকে ধাওয়া করে জসিমকে ধরে বেধড়ক পিটাতে থাকে। এতে তার বাম চোখসহ শরীরের অন্যান্য জায়গা গুরুতর জখম হয়। পরে অসুস্থ্য ছেলেটিকে স্কুলের বারন্দায় ফেলে রেখে পালিয়ে যায়। এ অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম সরকার অন্যান্য শিক্ষকদের সহায়তায় আহত ছেলেটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
এলাকাবাসি জানান, জসিম উদ্দিনের বাবা ৩ সন্তান রেখে মারা গেলে তাদের আশ্রয় হয় নানা জয়নাল আবেদীনের বাড়িতে। হতদরিদ্র নানা-নানি কাজ করে এতিম ৩ ভাইবোনকে ঐ বিদ্যালয়ে ভর্তি করে দেন। বর্তমানে প্রভাবশালী নুর বকস মামলা না করার চাপ সৃষ্টি করছে বলে এলাকাবাসি জানান। এদিকে, ভুয়া পিতার পরিচয় দিয়ে শিশুটিকে অসুস্থ্য অবস্থায় হাসপাতাল থেকে নিয়ে গেছে প্রভাবশালী ঐ পরিবারের লোকজন। থানার অফিসার ইনচার্জ এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, তদন্ত হচ্ছে, মামলা প্রক্রিয়াধীন আছে।