আব্দুল মালেকঃ
উলিপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। আজ বুধরার রাত ১২টা ১ মিনিটে সরকারি ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন ও দোয়া অনুষ্ঠান, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে উত্তোলন, সকাল ৮ টায় প্রভাত ফেরী, ৯টায় স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ পরীক্ষাকরণ, সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, থানা অফিসার ইনচার্জ এসকে আব্দুল্লা আল সাইদ প্রমুখ।
অপরদিকে গত মঙ্গলরার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উলিপুর পৌরসভার সহযোগিতায় চিত্রাঙ্কন, কবিতা আবৃতি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।