আব্দুল মালেকঃ
উলিপুরে বদলী পরীক্ষা দিতে এসে মাষ্টার্স পাশ ফারুক হোসেন নামে এক ব্যক্তি পুলিশের হাতে আটক হয়েছে। জানা গেছে, আটক ফারুক হোসেন গোড়াই রঘুরায় গ্রামের মজিবর রহমানের পুত্র পাঁচপীর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ফারুকের পরিবর্তে গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ে চলতি এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে শুরু থেকে বদলী পরীক্ষা দিয়ে আসছে। যার রোল নং ৬১৫৮২২ রেজিঃ নং ০০০০৩২৪৪৭৬ সেশন-২০১৬ ট্রেড-১।
গতকাল সোমবার সহকারি কমিশনার (ভূমি) মর্তুজা আল মুঈদ বিষয়টি গোপন সুত্রে জানতে পেরে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বলেন। পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত হয়ে পুলিশ দিয়ে ফারুককে আটক করেন। পরে গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হোসেন বদলী পরীক্ষার্থী ফারুক হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানা অফিসার ইনচার্জ এসকে আব্দুল্লা আল সাইদ বলেন, ফারুকের বদলী পরীক্ষার্থী ফারুক হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। উল্লেখ্য যে, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় গ্রামের আব্দুস সালামের পুত্র আটক ফারুক হোসেন ২০০৭-২০০৮ সেশনে কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞানে অনার্স ও মাষ্টার্স পাশ করে।