জরিফ উদ্দিনঃ
“উলিপুর বইমেলা হউক, রংপুর অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতির মিলন মেলা” এই স্লোগানে উলিপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বইমেলা। রোববার (১৮ ফেব্রুয়ারি ২০১৮) দুপুর ১২ টার দিকে উলিপুর কাচারিতে ২৩ তম উলিপুর বইমেলার উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধন করেন নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়া।
কাওসার জামান সৌরভের সভাপতিত্বে বক্তব্য রাখেন উলিপুর পৌরসভার মেয়র মো. তারিক আবু আলা, উলিপুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক বাবু হরি গোপাল সরকার, উলিপুর এমএস স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আবুল কাসেম, বিশিষ্ট সমাজ সেবক সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, সমাজ সেবক ও অধ্যাপক আব্দুল মতিন ছাড়াও উলিপুরের সাহিত্য ও সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ।
মেলা আজ থেকে ২৪ তারিখ পর্যন্ত চলবে। প্রতিদিন মেলায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন।