আব্দুল মালেক:
উলিপুরে ইংরেজী ২য় পত্রের দাখিল পরীক্ষায় নকল রাখার অপরাধে ৩ পরীক্ষার্থীকে বহিস্কার ও ১ শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ নিয়ে দাখিল পরীক্ষায় ১৪ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হল।
জানা গেছে, উলিপুর-২ পাঁচপীর কেরামতিয়া দ্বিমূখি আলিম মাদ্রাসা কেন্দ্রে ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালিন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম সাতদরগাহ নেছারিয়া কামিল মাদ্রাসার পরীক্ষার্থী রোল ৪৩৭৫৪১ কে নকল রাখার দায়ে বহিস্কার করেন।
অপরদিকে, উলিপুর-১ কেন্দ্রে সহকারী কমিশনার (ভূমি) মর্তুজা আল মুঈদ পরীক্ষার্থীর শরীর তল্লাশী করে মদিনাতুল উলুম দাখিল মাদরাসার পরীক্ষার্থী রোল ১৮৩৭৪৬ ও খামার আদর্শ বালিকা দাখিল মাদরাসার পরীক্ষার্থী রোল ১৮৩৮৬৭ কে নকল রাখার অপরাধে বহিস্কার করেন। এসময় মদিনাতুল উলুম মাদরাসার সহকারী শিক্ষিকা শামসুন্নাহারকে দায়িত্ব অবহেলার কারনে অব্যাহতি দেয়া হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা শুরু থেকে এ কেন্দ্রে ১৩ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।