জরীফ উদ্দীন:
“শিক্ষা নিয়ে গরব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ ” শ্লোগানকে প্রতিপাদ্য করে ১৫ ফেব্রুয়ারি ২০১৮খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার ১১টায় উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মাঝবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতা ইউনিয়ন কমিটি, ধরণীবাড়ী, উলিপুর, কুড়িগ্রামের আয়োজনে শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতা ২০১৮ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শুরুর আগে বাংলাদেশের জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে সমবেত কণ্ঠে অতিথি, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা জাতীয় সংগীত গান।
পরে ধরণীবাড়ী ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীরা গ্রুপভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার সদস্য সচিব ফজলুল হক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম। এ ছাড়াও প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসার প্রতিনিধি শিক্ষক উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় সকল প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে প্রথম স্থান অধিকার করে কিসামত মালতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিক ও মাদরাসা পর্যায়ে মালতীবাড়ী দিগর উচ্চ বিদ্যালয়।